তরুণদের ওপর মডার্নার টিকা প্রয়োগ স্থগিত সুইডেন-ডেনমার্কে

|

তরুণদের ওপর মডার্না টিকা প্রয়োগ স্থগিত সুইডেন-ডেনমার্কে

ছবি: সংগৃহীত

তরুণদের ওপর মডার্না টিকা প্রয়োগ স্থগিত করেছে সুইডেন ও ডেনমার্ক। টিকাগ্রহীতাদের গুরুতর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশ দু’টি।

বুধবার সুইডিশ স্বাস্থ্য বিভাগ জানায়, ১৯৯১ সাল ও এরপর জন্ম নেয়া তরুণদের মধ্যে মডার্না টিকা গ্রহণের পর হৃদযন্ত্রের সমস্যাসহ বেশ কিছু জটিলতা দেখা যাচ্ছে। স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় আপাতত ৩০ বছরের কম বয়সীদের দেয়া হবে না মডার্নার। তবে গভীরভাবে পর্যবেক্ষণের কথাও জানিয়েছে সুইডিশ কর্তৃপক্ষ।

অন্যদিকে ১৮ বছরের কমবয়সীদের ওপর মডার্না টিকাপ্রয়োগ স্থগিত করেছে ডেনমার্ক।

ড্যানিশ স্বাস্থ্য বিভাগ জানায়, নর্ডিক অঞ্চলটির কম বয়সী মডার্না টিকাগ্রহীতাদের মধ্যে হৃদযন্ত্রের জটিলতা দেখা দেয়ায় আরও গবেষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রাথমিক তথ্য-উপাত্ত পাঠানো হয়েছে ইউরোপীয় মেডিসিনস এজেন্সি-ইএমএ’কে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply