ভারতীয় কাস্টমসে পণ্য খালাসে ধীরগতি, আমদানি-রফতানি বাধাগ্রস্ত

|

ভারতীয় কাস্টমস কর্তৃক বাংলাদেশি রফতানি পণ্য গ্রহণে ধীরগতির ফলে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এজন্য বাধাগ্রস্ত হচ্ছে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম। স্বাভাবিক সময়ে ভোমরা বন্দরে প্রতিদিন ২০০ থেকে ৫০০ ট্রাক পণ্য আমদানি রফতানি হয়। সম্প্রতি এই বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ১ হাজারের বেশি ট্রাক যাতায়াত করছে।

সাতক্ষীরার ভোমরা বন্দরের প্রধান সড়কে ভারতে প্রবেশের অপেক্ষায় শত শত ট্রাক। অনেক ট্রাক চালককে রাস্তায় অপেক্ষায় করতে হচ্ছে দুই থেকে তিন দিনও।

যানজটের কারণে পণ্যবাহী ট্রাক সময়মত বন্দর ছাড়তে না পারায় নষ্ট হচ্ছে আমদানিকৃত পেঁয়াজ, আদা, মরিচসহ বিভিন্ন কাঁচামাল। আর এর ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। ট্রাক চালকদের অভিযোগ, পণ্যবাহী ট্রাক প্রবেশে ধীরগতির কারণে ভোমরা বন্দরে এসে রাস্তার ওপরে দীর্ঘ অপেক্ষায় থাকতে হয়।

তবে ব্যবসায়ীরা বলছেন, পূজার ছুটির জন্যই জন্য বন্দরে হঠাৎ করে পণ্যবাহী ট্রাকের চাপ বেড়েছে। সময়মত পণ্য লোড আনলোড করা যাচ্ছে না। তবে এসব বিষয়ে কাস্টমস ও বন্দরের কোনো দায়িত্বশীল কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply