‘রোহিঙ্গা স্রোতে মাদক-অস্ত্র ঢুকে পড়ার শঙ্কা’

|

রোহিঙ্গা শরণার্থীদের স্রোতে বাংলাদেশে মাদক ও অবৈধ অস্ত্র ঢুকে পড়ার ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারন সম্পাদক বলেন- অর্থনীতি, মাদক, অস্ত্র পাচার ইস্যুতে এক্ষেত্রে বাংলাদেশে সংকটে আছে।

ওবায়দুল কাদের জানান, সন্ত্রাস দমনের নামে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকার অমানবিক নির্যাতন চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। মানবিক কারণে তাদের আশ্রয় দেয়া হচ্ছে। এই বোঝা বয়ে বেড়ানোর অর্থনৈতিক ক্ষমতা বাংলাদেশের নেই। ইস্যুটি জাতিসংঘের মাধ্যমে সমাধান করতে চায় সরকার। এরইমধ্যে মিয়ানমারের রাষ্ট্রদূতকে চারবার তলব করে সংকট নিরসন ও রোহিঙ্গাদের ফেরত নেয়ার আহ্বান জানানো হয়েছে। একই সাথে তিনি মন্তব্য করেন, রোহিঙ্গা ইস্যুতে কর্মসূচী দিয়ে বিএনপি বৃথাই মাঠগরমের চেষ্টা করছে।

মানুষ এবার স্বস্তিতে ঈদ করতে পেরেছে দাবি করে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, রাস্তায় চ্যালেঞ্জ থাকলেও তা অতিক্রম করা গেছে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply