‘৪০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় চীন-তাইওয়ানের সম্পর্ক’

|

ছবি: সংগৃহীত

চরম আকার ধারণ করেছে দুই প্রতিবেশী চীন ও তাইওয়ানের মধ্যকার উত্তেজনা। তাইপের দাবি, ৪০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় দু’দেশের সম্পর্ক।

টানা চারদিন তাইওয়ানের আকাশসীমায় চীনা যুদ্ধবিমানের মহড়ার পর বুধবার (৬ অক্টোবর) এ মন্তব্য করলেন তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও চেং। তিনি বলেন, চার দশকের মধ্যে এতে কঠিন মুহূর্ত আর আসেনি তাইওয়ানের সামরিক ইতিহাসে। আমরা উস্কানিমূলক কিছু করতে চাই না। তবে আমাদের সচেতন হতে হবে। সব কিছু বিবেচনায় মনে হচ্ছে, ২০২৫ সালের আগে তাইওয়ান আক্রমণের পথে যাবে না চীন।

চিও কুও চেংয়ের ধারণা, ২০২৫ সালে তাইওয়ান আক্রমণ করতে পারে চীন। বেইজিংয়ের আগ্রাসন ঠেকাতে নেয়া প্রস্তুতির জন্য বিপুল অর্থ বরাদ্দ দিতে পার্লামেন্টের প্রতি আবেদন জানিয়েছেন তিনি।

১৯৪৯ সালে চীন থেকে বিচ্ছিন্ন হওয়া তাইওয়ান নিজেদের সার্বভৌম রাষ্ট্র বলে মনে করে। তবে এখনও তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে বেইজিং। প্রয়োজনে সামরিক অভিযানের হুমকিও দিয়ে আসছে তারা। গত ৪ দিনে ১৪৯ বার তাইওয়ানের আকাশসীমা প্রদক্ষিণ করেছে চীনা যুদ্ধবিমান। এতে উদ্বেগ জানিয়েছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ।

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply