গ্র্যাজুয়েটদের থেকে মাদ্রাসার শিক্ষার্থীরা বেশি যোগ্য: তালেবান শিক্ষামন্ত্রী

|

তালেবান সরকারের উচ্চশিক্ষামন্ত্রী আবদুল বাকি হাক্কানি, ছবি: সংগৃহীত।

গত বিশ বছরে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছে তারা কোনো কাজেরই না বলে দাবি করেছেন তালেবান সরকারের উচ্চ শিক্ষামন্ত্রী আবদুল বাকি হাক্কানি।

রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, হাক্কানি বলেছেন, গত ২০ বছরে আফগানিস্তানে যেসব তরুণ-তরুণী স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, তাদের ধর্মীয় মূল্যবোধ নেই।

স্থানীয় সময় মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) আফগানিস্তানের রাজধানী কাবুলে, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাথে বৈঠকে আবদুল বাকি হাক্কানি এমন মন্তব্য করেন।

তিনি আরও বলেন, গত দুই দশকে (২০০০ থেকে ২০২০ সাল পর্যন্ত) আফগানিস্তানের তরুণ-তরুণীরা আধুনিক পশ্চিমা শিক্ষায় শিক্ষিত হয়েছেন। তারা পশ্চিমা সমর্থিত সরকারের হয়ে লড়াই করেছেন। এর চেয়ে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত মাদ্রাসার শিক্ষার্থীরা বেশি কাজের।

তালেবান সরকার এখন থেকে পশ্চিমা ধাঁচের স্নাতকোত্তর কিংবা পিএইচডির বদলে ধর্মীয় মূল্যবোধসম্পন্ন শিক্ষায় গুরুত্ব দেবেন বলে জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply