লালমনিরহাটে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে প্রচারণা

|

পাথর নিক্ষেপ রোধে লালমনিরহাটে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম শুরু।

লালমনিরহাট প্রতিনিধি:

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে লালমনিরহাট রেলওয়ে বিভাগের উদ্যোগে বুধবার সকালে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। লালমনিরহাট রেল বিভাগের আয়োজনে এ প্রচারণা বগুড়া পর্যন্ত চালানো হয়।

এ সময় রেলওয়ে বিভাগের লোকজন বিভিন্ন রেলক্রসিং এ ট্রেন থামিয়ে স্থানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণ ও পোস্টার লাগায় এবং জনগণকে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে আইনের বিধান তুলে ধরেন। এছাড়া পাথর নিক্ষেপকারীদের ধরিয়ে দেয়ার জন্য সহায়তা কামনা করেন।

প্রচারাভিযানে উপস্থিত ছিলেন লালমনিরহাট রেলওয়ে বিভাগের ম্যানেজার শাহ সফী নুর মোহাম্মদ, বিভাগীয় ট্রাফিক সুপারিন্টেনডেন্ট খালেদুন্নেছা, রেলওয়ে থানার ওসি বাহারুল ইসলামসহ লালমনিরহাট রেলওয়ে বিভাগের কর্মকর্তাগণ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply