বাড়তি দামেই বিক্রি হচ্ছে মোটা মসুর ডাল

|

বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে মোটা মসুর ডাল। তবে আগের মতোই আছে দেশি মসুর-মুগ-ছোলা-মটরসহ অন্যান্য ডালের দাম। রাজধানীর কারওয়ান বাজারের খুচরা মুদি দোকানে প্রতি কেজি মোটা মসুর ডাল বিক্রি হচ্ছে ৮৬ টাকায়।

মাস দুয়েক এই মোটা মসুর বিক্রি হয়েছে ৭৬ থেকে ৭৮ টাকায়। দোকানিরা বলছেন, করোনায় ত্রাণ হিসাবে এই ডালের ব্যবহার বেড়ে যাওয়ায় দাম বেড়েছিল। এখন ও বিক্রি হচ্ছে আগের দামেই।

দেশি মসুর ১শ থেকে ১১০ টাকা কেজি টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে মুগডালের কেজি ১২০, মটর ডাল ৯০ থেকে ১২০, ছোলার ডাল ৮০, মাসকলাই ১৩০ এবং খেসারির ডাল বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজিতে। নতুন করে দাম না বাড়লেও ভোক্তারা বলছেন, সাধারণ মানুষের জন্য এই দামই অনেক বাড়তি। তবে ডালে বিক্রি খুব বেশি না বাড়ালেও দাম নিয়ে অভিযোগ নেই বিক্রেতাদের।

প্রসঙ্গত, দেশে ডাল জাতীয় ফসলের আবাদ বাড়লেও মূলত চাহিদার বড় অংশ এখনও আমদানি করতে হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply