নার্সদের উপর টিকাবিরোধী গ্রামবাসীর হামলা

|

রাগান্বিত গ্রামবাসী ধ্বংস করেছে প্রায় ৫০ ডোজ টিকা। ছবি: সংগৃহীত

ল্যাটিন আমেরিকার দেশ গুয়াতেমালার একটি গ্রামে নার্সদের উপর হামলা চালিয়েছে টিকা বিরোধী গ্রামবাসী। সেখানকার নার্সেরা গ্রামবাসীকে কোভিড-১৯ এর টিকা দেয়ার চেষ্টা করার গ্রামবাসী এই হামলা করে এবং নার্সদের প্রায় সাত ঘণ্টা আটক রাখে বলে খবর এসেছে বিবিসির এক প্রতিবেদনে।

গুয়াতেমালার অ্যাল্টা ভেরাপাজ প্রদেশের উত্তরে ম্যাগুইলা নামক স্থানে এই ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার (৫ অক্টোবর)। প্রায় ৫০০ গ্রামবাসী এ সময় স্থানীয় রাস্তা আটকে রাখে এবং বেশ কিছু গাড়ি ভাঙচুর করে বলে প্রতিবেদনে বলা হয়।

জানা গেছে, গ্রামবাসী প্রায় ৫০ ডোজ টিকা নষ্ট করেছে। পুলিশ এসে তাদের সাথে আলোচনা করা পরেই কেবল আটক ১১ জন নার্সকে ছেড়ে দেয় তারা।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নার্সদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং শারীরিকভাবে আঘাতও করেছে রাগান্বিত গ্রামবাসী।

ছাড়া পাবার পর একজন নার্স বলেছেন, এরকম কিছুর অভিজ্ঞতা আমার আগে কখনোই হয়নি। প্রচণ্ড ভয় পেয়েছিলাম। আমরা তাদের বোঝাতে পারিনি যে, টিকা গ্রহণ পুরোপুরি ঐচ্ছিক এবং টিকা গ্রহণে কাউকে জোর করি না আমরা।

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply