ফ্রান্সের গির্জায় ৭০ বছরে দুই লাখের বেশি শিশু যৌন নির্যাতনের শিকার

|

লা প্যারোলে লিবারে'র প্রতিষ্ঠাতা ফ্রাঙ্কোইস দেভো। ছবি: সংগৃহীত

ফ্রান্সে ক্যাথলিক গির্জায় ৭০ বছরে পাদ্রীদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছে প্রায় দুই লাখ ১৬ হাজার শিশু। ১৯৫০ সাল থেকে চলে আসা এই নির্যাতনের প্রধান শিকার মূলত ছেলেরাই, এমনটাই উঠে এসেছে চাঞ্চল্যকর নতুন এক অনুসন্ধানে, জানিয়েছে বিবিসি।

তদন্তকারী প্রধান কর্মকর্তা জানিয়েছেন, নির্যাতনকারী পাদ্রীর সংখ্যা ২৯০০ থেকে ৩২০০ এবং নির্যাতনের শিকার হওয়া শিশুদের প্রতি গির্জার আচরণ বরাবরই ছিল নিষ্ঠুর এবং উদাসীন।

নির্যাতনের শিকার শিশুদের সংগঠন লা প্যারোলে লিবারে’র প্রতিষ্ঠাতা ফ্রাঙ্কোইস দেভো বলেছেন, এই ঘটনা সত্য, মূল্যবোধ ও শিশুদের সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা।

ভ্যাটিকান একটি বিবৃতিতে জানিয়েছে, তদন্তের ফলাফল জেনে পোপ ফ্রান্সিস অত্যন্ত ব্যথিত বোধ করছেন।

তদন্তে আরও বলা হয়েছে, গির্জার কর্মচারী যেমন ক্যাথলিক স্কুলের শিক্ষকদের দ্বারা সংঘটিত শিশু নির্যাতনের ঘটনাও যদি ধর্তব্যে আনা হয় তবে যৌন নির্যাতনের শিকার শিশুর সংখ্যা ৩ লাখ ৩০ হাজার পর্যন্তও যেতে পারে।

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply