যজ্ঞ করে ও মাথা মুড়ে বিজেপিতে থাকার ‘প্রায়শ্চিত্ত’ করলেন বিধায়ক

|

ছবি: সংগৃহীত।

বিজেপির প্রতি অত্যন্ত বিতশ্রদ্ধ হয়ে এবার তৃণমূলে যোগ দিচ্ছেন ত্রিপুরার বিধায়ক আশিস দাস। দীর্ঘদিন ধরেই তিনি ত্রিপুরা বিজেপির প্রথম সারির নেতাদের মধ্যে অন্যতম ছিলেন। তাই এই সময়ে হঠাৎ তার দল ত্যাগ ত্রিপুরা বিজেপির জন্য একটি বড় ধাক্কা। তবে এরই মধ্যে দলকে আরও বড় ধাক্কা দিয়ে বসলেন আশিস।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন বলছে, গত শনিবার (২ সেপ্টেম্বর) বিজেপি থেকে তৃণমূলে আসার কথা ঘোষণা করেছেন আশিস। বুধবারই দূর্গাপূজার মহালয়ার দিন আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেবেন এই নেতা। এরই মধ্যে তৃণমূলের সংশ্লিষ্টদের সাথে সব কথাবার্তাও শেষ করেছেন। তবে এতদিন ধরে বিজেপিতে থাকার প্রায়শ্চিত্ত করতে চান এই নেতা।

মঙ্গলবারই কলকাতার কালীঘাটের আদি গঙ্গার ঘাটে মন্ত্রপাঠ ও যজ্ঞ করে রীতিমতো ‘প্রায়শ্চিত্ত’ সারলেন তিনি। আনন্দবাজার পত্রিকা বলছে, প্রায়শ্চিত্ত করার জন্য রীতিমতো মাথাও ন্যাড়া করে ফেলেছেন তিনি।

আশিসের এমন আচরণে হতবাক তার সাবেক বিজেপি সহকর্মীরা। তবে উপনির্বাচনে বিপুল ভোটে মমতার জয়ের পরই আশিসের বিজেপি ছেড়ে তৃণমূলে যুক্ত হওয়ার ঘটনা তৃণমূলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply