ঢাবি শিক্ষার্থীরা ক্যাম্পাসেই পাবেন জাতীয় পরিচয়পত্র

|

ক্যাম্পাসে জাতীয় পরিচয়পত্র পাবেন ঢাবি শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই তাদের পরিচয়পত্রের ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ঢাবি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) নির্দিষ্ট একটি বুথের মাধ্যমে আগামী বৃহস্পতিবার (৭ অক্টোবর) থেকে জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে। যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নাই তারা এই নির্দিষ্ট বুথ থেকে জাতীয় পরিচয়পত্র নিতে পারবেন।

আজ (৫ অক্টোবর) সকালে বিজয় একাত্তর হল পরিদর্শন করেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি বড় অর্জন হবে। এতে করে সকল শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র হয়ে যাবে।

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply