চট্টগ্রামের হালদা নদীতে একের পর এক মিলছে মৃত ডলফিন

|

ফাইল ছবি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ, চট্টগ্রামের হালদা নদীতে একের পর এক ডলফিনের মরদেহ পাওয়া যাচ্ছে। পাঁচ দিনের ব্যবধানে সোমবার (৪ অক্টোবর) দুপুরে আরও একটি মৃত ডলফিন উদ্ধার করে নৌ পুলিশ।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সিরহাট এলাকায় নদীর মাঝখানে ভাসমান অবস্থায় ডলফিনটি উদ্ধার করা হয়। নৌ পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হালদা নদীর স্বেচ্ছাসেবকদের কাছে খবর পেয়ে ডলফিনটি উদ্ধার করেন তারা।

উদ্ধার হওয়া মৃত ডলফিনটির শরীরের পিঠের বিভিন্ন জায়গায় ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। প্রায় ৫ ফুট লম্বা ডলফিনটির শরীরে পচন ধরেছে বলে জানান নৌ পুলিশের কর্মকর্তারা। উদ্ধারের পর দুপুরে রামদাস মুন্সিরহাট এলাকায় নদীর পাশেই মাটিচাপা দেয়া হয় ডলফিনটি।

এর আগে গত বৃহস্পতিবার একই এলাকায় আরও একটি মৃত ডলফিন পাওয়া যায়। নৌ পুলিশের তথ্য অনুযায়ী, গত চার বছরে এই প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্রটিতে ৩১টি মৃত ডলফিন পাওয়া গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply