শোকাহত বাংলাদেশ দল কাল কালো ব্যাজ পরে নামবে

|

নেপালে বিমান দুর্ঘটনার ঘটনায় শোকাহত সারা জাতি। শোক ছুঁয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দলকেও। নিদাহাস কাপে কাল ভারতের বিপক্ষে ম্যাচে কালো ব্যাজ পরে মাঠে নামবেন তামিম-মুশফিকরা। এমন কথাই জানালেন মাহমুদুল্লাহ রিয়াদ।

নিহত ব্যক্তিদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। গতকাল বিকেলেই বাংলাদেশের ক্রিকেটাররা দুর্ঘটনার খবর শুনেছেন। এরপর থেকেই খেলোয়াড়েরা নানাভাবে জানার চেষ্টা করছেন হতাহতের খবর।
গণমাধ্যমের কাছে মাহমুদুল্লাহ জানতে চাইলেন, বাংলাদেশের ইতিহাসে এটাই সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা কিনা।

গতকাল কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত ইউএস–বাংলা এয়ারলাইনসের বিধ্বস্ত হওয়া বিমানে যাত্রী ছিলেন ৭১ জন। কালই ৪৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল, যাদের মধ্যে ২৫ জন বাংলাদেশি। সকালে মারা গেছেন আহত পাইলট আবিদ সুলতানও।

মাহমুদউল্লাহ জানালেন, নেপালের দুর্ঘটনায় বাংলাদেশ দল কাল ভারতের বিপক্ষে ম্যাচে কালো ব্যাজ পরে নামবে। মাহমুদউল্লাহ জানালেন, কালো ব্যাজেই এই শোকের বহিঃপ্রকাশ সম্ভব নয়, তারা কারও না কারও খুব কাছের মানুষ। খুবই বেদনাদায়ক। তাদের পরিবার ও স্বজনকে সমবেদনা জানাই। সৃষ্টিকর্তা যেন পরিবার-পরিজনের এই শোক বইবার ক্ষমতা দেন।

শোক সামলে বাংলাদেশ দলকে তৈরি হতে হচ্ছে পরের ম্যাচের জন্য। আগামীকাল ভারতের বিপক্ষে অতি গুরুত্বপূর্ণ ম্যাচ।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply