পিরোজপুরে খেলার মাঠ বাঁচাতে শিক্ষার্থীদের মানববন্ধন

|

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে স্কুলের খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

সোমবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর নিলতী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ক্লাস শেষে এ কর্মসূচি পালন করা হয়েছে।

শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি, বিকল্প জায়গা থাকতেও স্থানীয় কিছু প্রভাবশালী ও ঠিকাদার প্রতিষ্ঠানের সহযোগিতায় বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে একটি সাইক্লোন সেল্টার নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

স্কুলের এই মাঠটিই চিরাপাড়া ইউনিয়নে এটি একমাত্র খেলার মাঠ। এছাড়া এটি আন্তঃইউনিয়ন ক্রীড়া প্রতিযোগীতারও একমাত্র ভেন্যু। নিলতী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, একারণে এই মাঠটি রক্ষা করা পুরো এলাকারই দাবি।

বিদ্যালয়ের মাঠ রক্ষার্থে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয় মানববন্ধনে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply