রেইনট্রিতে ধর্ষণ মামলার রায় ১২ অক্টোবর, সাফাত-নাঈমদের জামিন বাতিল

|

রেইনট্রিতে ধর্ষণ মামলার রায় ১২ অক্টোবর, সাফাত-নাঈমদের জামিন বাতিল

রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থীকে গণধর্ষণ মামলার রায় ১২ অক্টোবর। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই দিন ধার্য করেছেন।

একই সাথে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ ৫ আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়েছে।

২০১৭ সালের ২৮ মার্চ জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে অস্ত্রের মুখে ওই দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়। আসামি করা হয় আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ ৫ জনকে।

পুলিশ প্রতিবেদনে আসামি সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওরফে এইচ এম হালিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণের অভিযোগ আনা হয়। অপর আসামি সাদমান সাকিফ, রহমত আলী ও বিল্লাল হোসেনের বিরুদ্ধে ওই আইনের ৩০ ধারায় সহযোগিতার অভিযোগ আনা হয়।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply