‘নির্বাচন-নির্বাচন খেলা’ মানবে না বিএনপি: মির্জা ফখরুল

|

ওলামা দলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় মির্জা ফখরুল।

আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে এবার ‘নির্বাচন-নির্বাচন খেলা’ মানবে না বিএনপি, এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি এমন নির্বাচন চায় যেখানে জনগন ভোট দিতে পারবে। ইভিএম দিয়ে কারচুপিসহ ভোট জালিয়াতির জবাব দেয়া হবে বলেও জানান তিনি। জাতীয় প্রেসক্লাবে ওলামা দলের আলোচনায় নেতারা বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেয়া হবে না।

ওলামা দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বিভিন্ন জেলা থেকে অংশ নেন নেতাকর্মীরা। সেখানেই প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, শুধু আলেম-ওলামাই নয়, এ সরকারের আমলে নিরাপদ নয় কোন ধর্মের মানুষই।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যাদের হাতে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ নয়, যাদের হাতে মানুষের কোনো নিরাপত্তা নেই, যেখানে গণতন্ত্র নেই, জীবিকার নিরাপত্তা নেই, সেই সরকারকে সরিয়ে আমাদের জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। যে নির্বাচনে মানুষের মতের প্রতিফলন ঘটবে না, এমন ভোটে অংশ নেবে না বিএনপি।

মির্জা ফখরুল আরও বলেন, এমন একটা নির্বাচন কমিশন তৈরি করেছেন যেটা আপনাদের হুকুমে চলে, যারা আপনাদের পছন্দ মত চলে। তারা এমন নির্বাচন আয়োজন করেন যেখানে ভোটাররা যেতে পারেন না। এ ধরণের নির্বাচন জনগণ মানে না। একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে, জনগণ আর কখনই আপনাদের এই নির্বাচন নির্বাচন খেলা মেনে নেবে না।

দলের অন্য নেতারা বলেন, নিরপেক্ষ সরকারের মাধ্যমে সুষ্টু ভোটের নিশ্চয়তা-ই চলমান রাজনৈতিক সংকট নিরসনের একমাত্র উপায়। দাবি আদায়ে আন্দোলনের প্রস্তুতি নিতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply