দুুই জেএমবি সদস্যকে ২০ বছরের কারাদণ্ড

|

স্টাফ রিপোর্টার, নাটোর

নাটোরে সন্ত্রাস বিরোধী আইন ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের পৃথক ধারায় দুই জেএমবি সদস্যকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় দু’জনকে ২০ হাজার টাকা করেও জরিমানার আদেশ দেয়া হয়। মঙ্গলবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, ময়মনসিংহ ফুলবাড়ি রাধাকানাই এলাকার ইউনুস আলীর ছেলে রাসেল ওরফে তামিম (৩৫) এবং নওগাঁর আত্রাই উপজেলার চকবিষ্টপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোজাম্মেল হক (৪০)।

নাটোর আদালতের সরকারি কৌসুলী সিরাজুল ইসলাম জানান, ২০১৫ সালের ১৪ জুলাই নাটোর শহরের বনবেলঘড়িয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-৫। এসময় রাজশাহীগামী একটি হিউম্যান হোলারে তল্লাশি চালিয়ে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন, কার্তুজ এবং জিহাদী বই ও টাকাসহ জেএমবি সদস্য রাসেল ওরফে তামিম এবং মোজাম্মেল হককে আটক করে। পরে এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হলে দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার দুপুরে বিচারক তাদের প্রত্যেককে দুটি ধারায় ২০ বছর করে এবং ২০ হাজার টাকা জরিমানা করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply