যশোরে চালু হলো ই-পাসপোর্ট কার্যক্রম

|

ছবি: সংগৃহীত

ঢাকার পর জেলা হিসেবে প্রথম ই-পাসপোর্ট প্রিন্টিং কার্যক্রম শুরু হলো যশোরে।

রোববার (৩ অক্টোবর) দুপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরী।

তিনি বলেন, এখন থেকে যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ই-পাসপোর্ট প্রিন্ট হবে। ফলে খুলনা বিভাগের দশ জেলার ই-পাসপোর্ট স্বল্পতম সময়ে গ্রাহকদের কাছে পৌঁছে দেয়া সম্ভব হবে।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খানসহ আরও অনেকে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply