ফেনীর চেয়ারম্যান একরাম হত্যা মামলায় ৩৯ জনের মৃত্যুদণ্ড

|

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলায় ৩৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খালাস পেয়েছেন প্রধান আসামি মাহাতাব উদ্দিন মিনারসহ ১৬ জন।

এ মামলায় ৫৬ আসামির মধ্যে একজন ‘বন্দুকযুদ্ধে’ আগেই নিহত হয়। রায় ঘোষণা দিন ধার্য থাকায় দুপুরে ফেনী জেলা দায়রা জজ আদালতে হাজির করা হয় আসমিদের। পলাতক ১৯ জনের অনুপস্থিতিতে বিচারক মো. আমিনুল হক সাড়ে তিনটার দিকে রায় পড়ে শোনান। রায়ে বিচারক বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই হত্যাকাণ্ড।

২০১৪ সালের ২০ মে ফেনী শহরে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয় ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামকে। এ ঘটনায় একরামের ভাই বাদি হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনারের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে মামলা করেন। সাড়ে তিন বছর মামলার সাক্ষ্যগ্রহণ ও যুক্তি-তর্ক উপস্থাপন চলে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply