বিজিবির হাত থেকে পালাতে পদ্মায় ঝাঁপ, নিখোঁজ ভারতীয় চোরাকারবারি

|

ফাইল ছবি।

রাজশাহী ব্যুরো:

ফেনসিডিল নিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক এক ভারতীয় চোরাকারবারি বিজিবির হাত থেকে পদ্মা নদীতে ঝাপ দিয়েছে। এখনও পর্যন্ত তার কোনো হদিস মেলেনি। শনিবার (২ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন বিজিবি ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ।

তিনি জানান, শনিবার রাতে পদ্মা নদীর উত্তর পাড়ে বাংলাদেশ-ভারত সীমান্তের ১৫৮ নম্বর সীমান্ত পিলারের কাছে ১০০ বোতল ফেনসিডিলসহ ভারতের মুর্শিাদাবাদের রাণীনগর এলাকার নাগরিক ভরত মণ্ডলকে আটক করে বিজিবি। রাতে তাকে ১০ নম্বর পদ্মার চর বিজিবি ক্যাম্পে জিজ্ঞাসাবাদ শেষে থানায় সোপর্দ করার উদ্যোগ নেয়া হয়। রাত দুটার দিকে নদী পেরিয়ে আনার সময় নৌকা থেকে বিজিবি সদস্যকে ধাক্কা দিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে আটককৃত ভরত।

লেফটেন্যান্ট কর্নেল আরও জানান, এখনও ওই ব্যক্তির কোনও হদিস না মিললেও নদীতে ভেসে ওঠা একটি মরদেহের খোঁজ মিলেছে। তার পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল যাচ্ছে বলে জানিয়েছেন বিজিবির এ অধিনায়ক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply