ঝিনাইদহ আদালতের মালখানায় বিস্ফোরণ, নিহত ১

|

ঝিনাইদহে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। নিহতের নাম শফিক বলে জানা গেছে। এ সময় আরও ২ জন আহত হয়েছেন।

রোববার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে আহদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। এদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

ঝিনাইদহ জেলা পিপি অ্যাড. ইসমাইল হোসেন জানান, বিস্ফোরণের একটা বিকট শব্দ শুনে আমরা ছুটে আসি। এসে দেখি মালখানার ঘরটি পুরোপুরি তছনছ হয়ে গেছে। ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পর ওরা এসে ৩জন কে উদ্ধার করে। একজনের অবস্থা খুব খারাপ। সবাইকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ভেতরে গত কয়েকদিন ধরে সংস্কারের কাজ চলছে। মিস্ত্রিরা কাজ করছিল। মিস্ত্রিদের কোনো ধরনের পরিষ্কার-পরিচ্ছন্ন মেশিনের কারণে এ বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply