ঢাকায় রুট পারমিটবিহীন বাস-মিনিবাস চলাচল বন্ধে অভিযান

|

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় রুট পারমিটবিহীন বাস-মিনিবাস চলাচল বন্ধে অভিযান চলছে। বিআরটিএ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে চলছে এ অভিযান।

রোববার (৩ অক্টোবর) সকাল ১১টায় গুলিস্তান এলাকা থেকে শুরু হয়েছে এ অভিযান। বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের ১৭তম সভার সিদ্ধান্তের আলোকে রুট পারমিটবিহীন বাস-মিনিবাস চলাচল বন্ধের লক্ষ্যে অভিযানটি চালানো হচ্ছে।

ভ্রাম্যমাণ আদালত ও যৌথ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ডিএসসিস’র নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির। এ সময় রুট পারমিটবিহীন পরিবহনকে জরিমানা করা হচ্ছে। অভিযানে বিআরটিএ, ডিএমপি ও ডিএসসিসি’র কর্মকর্তা রয়েছেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply