সুন্দরবনে বাঘের মুখ থেকে বেঁচে ফিরলেন জেলে

|

প্রতীকী ছবি।

সুন্দরবনের ভারতীয় অংশে অল্পের জন্য বাঘের মুখ থেকে বেঁচে ফিরলেন এক জেলে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় ভর্তি আছেন ক্যানিং মহকুমা হাসপাতালে।

শনিবার (২ অক্টোবর) সুন্দরবনের মরিচঝাঁপিতে এই দুর্ঘটনা ঘটে। আহত ওই ব্যক্তির নাম গৌর মিস্ত্রী। খবর হিন্দুস্তান টাইমসের।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে আরও ২ জনের সঙ্গে মরিচঝাঁপিতে মাছ ধরতে যান সাতজেলিয়ার ইমলিবাড়ি গ্রামের বাসিন্দা গৌরবাবু। নৌকা থেকে চরে নেমে মাছ ধরছিলেন তারা। একপর্যায়ে ২ সঙ্গীর থেকে কিছুটা দূরে চলে যান তিনি। তখনই আক্রমণ চালায় একটি রয়্যাল বেঙ্গল টাইগার।

প্রাণে বাঁচতে চিৎকার শুরু করেন তিনি। পেছনে ঘুরে তার সঙ্গীরা দেখেন গৌরবাবুর ঘাড় কামড়ে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বাঘটি। হাতের কাছে থাকা নৌকার বৈঠা ও লাঠি দিয়ে কোনো মতে বাঘটিকে তাড়ান তারা। পরবর্তীতে আহত গৌরবাবুকে নৌকায় তুলে গ্রামে ফেরেন অন্য মৎস্যজীবীরা।

প্রাথমিক চিকিৎসার পর ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে গৌরকে। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply