খালেদা জিয়ার জামিন বহাল

|

চেম্বার জজ আদেশ না দেওয়ায় হাইকোর্টের জামিন বহাল থাকলো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। দুদক ও রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিতের আবেদনের প্রেক্ষিতে দুপুরে চেম্বার জজ এ আদেশ দেন। আবেদন দু’টি পূর্ণাঙ্গ শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়েছেন আদালত। আগামীকাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।

খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দুদক ও রাষ্ট্রপক্ষ আবেদন করে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, দুদকের পক্ষে খুরশীদ আলম খান। খালেদার পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।

গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ অরফানেজ মামলায় খালেদা জিয়ার চার মাসের জামিনের আদেশ দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply