তালা ভেঙে ঢাবির একুশে হলে শিক্ষার্থীদের প্রবেশ

|

ছবি: সংগৃহীত

তালা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে শিক্ষার্থীরা প্রবেশ করেছে।

আগামী ৫ অক্টোবর আবাসিক হল খোলার সিদ্ধান্ত থাকলেও তার আগেই আজ শুক্রবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা একুশে হল ফটকের সামনে জড়ো হন। এরপর সাড়ে তিনটার দিকে হলের প্রধান ফটকের কলাপসিবল গেটের তালা ভেঙে তারা হলে প্রবেশ করেন। হল প্রশাসনের পক্ষ থেকে তাদের হল ত্যাগ করার অনুরোধ জানালেও তাতে তারা কর্ণপাত করেননি।

অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইশতিয়াক এম সৈয়দ বলেন, ঢাবির হল আজ খুলে দেয়া হবে কিনা সে বিষয়ে ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা চলছে। আমরা ছাত্রদের বোঝানোর চেষ্টা করছি।

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী, কেবল স্নাতক শেষবর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ২৬ সেপ্টেম্বর গ্রন্থাগার খোলার এবং ৫ অক্টোবর তাদের হলে উঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। সে অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর গ্রন্থাগার খুলে দেয়া হয় শিক্ষার্থীদের জন্য।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply