কোরআন শিক্ষার বিস্তারে ভিন্ন উদ্যোগ, ৫ জনকে ৪০ হাজার টাকা পুরস্কার

|

পুরস্কারপ্রাপ্ত পাঁচ বিজয়ী।

রূপগঞ্জ প্রতিনিধি:

কোরআন শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রংধনু গ্রুপের পক্ষ থেকে ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে। উপজেলার নাওড়া পশ্চিম পাড়া জামে মসজিদে কোরআন শিক্ষার এ উদ্যোগ চালু করেন রংধনু গ্রুপের পরিচালক ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান।

এর আওতায় একটি কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রথম ধাপে ৩ মাস ব্যাপী কোরআন শিক্ষা প্রতিযোগিতায় ৪০জন প্রতিযোগীর মাঝে ৫ জন বিজয়ী হয়। শুক্রবার (১ নভেম্বর) বাদ জুমা নাওড়া পশ্চিম পাড়া জামে মসজিদে কোরআন শিক্ষায় বিজয়ীদের প্রত্যেককে একটি করে কোরআন ও নগদ ৪০ হাজার টাকা করে পুরস্কৃত করেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক।

এসময় আরো উপস্থিত ছিলেন মসজিদের ইমাম মুফতি রফিকুল ইসলাম, ইউপি সদস্য মোশাররফ হোসেন, যুবলীগ নেতা সফিকুল ইসলাম সফিক সহ আরো অনেকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply