স্বচ্ছ ও গ্রহণযোগ্য পরীক্ষা হয়েছে: ঢাবি প্রক্টর

|

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে আজ। অত্যন্ত সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী।

আজ শুক্রবার (১ অক্টোবর) অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষার পর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী যমুনা টেলিভিশনকে বলেন, পরীক্ষা ভাল হয়েছে, সব জায়গা থেকেই ইতিবাচক কথা শুনছি পরীক্ষা সম্পর্কে। আমরা অত্যন্ত আনন্দিত যে একটা সুষ্ঠু-গ্রহণযোগ্য পরীক্ষা আমরা আয়োজন করতে পেরেছি। কোনো ধরণের দূর্ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনার কথা এখনও পর্যন্ত শুনিনি। পরীক্ষার পরিবেশ নিয়ে শিক্ষার্থী-অভিভাবক সকলেই সন্তোষ প্রকাশ করেছেন।

অন্যান্য ইউনিটসমূহের আসন্ন ভর্তি পরীক্ষার প্রস্ততি কেমন, জানতে চাইলে কলাভবনের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, আমরা সর্বতো উপায়ে প্রস্তত আছি। আমরা জালিয়াতি ঠেকাতে আমাদের পরীক্ষা কাঠামোতে পরিবর্তন এনেছি, এছাড়াও জালিয়াতি বন্ধে আমাদের পূর্ণ প্রস্ততি আছে। এর আগে জালিয়াতির অভিযোগে ১৪৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি আমরা। অবৈধভাবে ভর্তি হওয়া ৮৯ জনের ভর্তি বাতিলও করা হয়েছে। আমরা চেষ্টা করছি সাবেক শিক্ষার্থীদের কেউ যদি কোনোভাবে জালিয়াতির সাথে যুক্ত থাকে তাহলে তাদেরও আইনের আওতায় আনার।

ঢাবি প্রক্টর আশাবাদ ব্যক্ত করেন, পরীক্ষার মান নিয়ন্ত্রণে আমাদের প্রচেষ্টা একটা নতুন উদাহরণ সৃষ্টি করবে বলে আমি বিশ্বাস করি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply