পার্লামেন্টেই মালাউয়ির সাবেক ডেপুটি স্পিকারের আত্মহত্যা

|

ক্লিমেন্ট চিওয়ায়া। ছবি: সংগৃহীত

পার্লামেন্টের ভেতর আত্মহত্যা করেছেন আফ্রিকার দেশ মালাউয়ির সাবেক ডেপুটি স্পিকার ক্লিমেন্ট চিওয়ায়া (৫০)। দেশটির রাজধানী লিলংওয়েতে গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

পার্লামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বছর দুই আগে কার্যালয় ত্যাগ করার পর প্রাপ্য গাড়ি সুবিধা নিয়ে আলোচনা করতে ক্লিমেন্ট চিওয়ায়া গত বৃহস্পতিবার পার্লামেন্ট ভবনে যান। সেখানেই নিজের উপর গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি।

পার্লামেন্ট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, সাবেক ডেপুটি স্পিকার পার্লামেন্ট ভবনে আত্মহত্যা করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনার সাথে চাকরির সুবিধা সংক্রান্ত শর্তাদি বাস্তবায়নের হতাশা জড়িত।

ক্লিমেন্ট চিওয়ায়াকে তার পাঁচ বছরের মেয়াদকাল শেষে ২০১৯ সালে সরকার একটি গাড়ি কিনে দেয়। মাস ছয়েক আগে এক দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলে চিওয়ায়া চেয়েছিলেন, সরকার এর ক্ষতিপূরণ দিক।

পার্লামেন্টের বিবৃতিতে জানানো হয়, গাড়িটির বিমার মেয়াদ দুর্ঘটনার সময়েই শেষ হয়ে গিয়েছিল।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply