তরুণীর মৃত্যু, জনসনের টিকা প্রয়োগ স্থগিত করল স্লোভেনিয়া

|

সংগৃহীত ছবি

জনসন অ্যান্ড জনসন উদ্ভাবিত করোনা টিকার প্রয়োগ সাময়িকভাবে স্থগিত করেছে ইউরোপের দেশ স্লোভেনিয়া।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার একটি প্রতিবেদনে দেখা যায়, টিকা গ্রহণের পনের দিনের মাথায় ২০ বছর বয়সী এক তরুণীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্লোভেনিয়ার স্বাস্থ্যমন্ত্রী ইয়ানেজ পোকলুকার জানান, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী স্লোভেনিয়ায় জনসন অ্যান্ড জনসন উদ্ভাবিত এক ডোজের করোনা টিকার প্রয়োগ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে টিকা গ্রহণের পর কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার প্রভাবে ২২ বছর বয়সী এ তরুণীর মৃত্যু হয়েছে কি না সে বিষয়ে এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্তের প্রয়োজন।

উল্লেখ্য, গ্রীষ্মের বিদায়ের সাথে সাথে স্লোভেনিয়াসহ আশেপাশের দেশগুলোতে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। স্লোভেনিয়াতে এখন পর্যন্ত মোট এক লাখ বিশ হাজার মানুষকে এ টিকা দেওয়া হয়েছে। এর আগেও দেশটিতে এ টিকা গ্রহণের পর পার্শ্বপ্রতিক্রিয়ায় মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply