খালেদা জিয়ার জামিনে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

|

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সকালে চেম্বার আদালতে এই আবেদন করা হয়।
এর আগে সকালে চেম্বার আদালতে একই আবেদন করেন দুদকের আইনজীবী। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি চেম্বার জজের দায়িত্ব পালন করবেন। দুপুর ২টায় আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।
এদিকে, খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিনের নথি আজ কারাগারে পৌঁছাতে পারে। তবে চেম্বার আদালতে আবেদনের ফলে খালেদা জিয়া মুক্তি পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

এর আগে গতকাল কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় ৮ জন নিহতের মামলায় গ্রেফতার দেখাতে আবেদন করা হলে খালেদা জিয়াকে ২৮ মার্চ হাজিরের নির্দেশ দেন কুমিল্লার আদালত।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. আক্তারুজ্জামান, খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। রায়ের দিন থেকে নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন বিএনপি চেয়ারপারসন।

এদিকে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ২৮ ও ২৯ মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাজির করতে নির্দেশ দিয়েছেন বিশেষ জজ আদালত-৫। মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন চলছে। আজ শুনানির দিনে বিচার ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply