চুল দান করে বিশ্ব রেকর্ড!

|

চুল দান করে বিশ্বরেকর্ড করলেন জাহাব খান।

দীর্ঘ ১৮ বছরের চেষ্টায় চুল লম্বা করেছিলেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া নিবাসী পাকিস্তানী বংশোদ্ভুত স্কোয়াশ খেলোয়াড় জাহাব খান। শিশুদের কল্যাণে দেড় যুগ পর অনেক সাধের সেই লম্বা চুল কেটে ফেলেছেন জাহাব। তার এ চমকপ্রদ উদ্যোগ ইতোমধ্যেই তাকে এনে দিয়েছে বৈশ্বিক স্বীকৃতি। মানবকল্যাণে সবচেয়ে লম্বা চুল দান করার বিশ্ব রেকর্ড এখন জাহাবের দখলে।

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে বলা হয়েছে, পাকিস্তানি বংশোদ্ভূত ৩১ বছর বয়সী জাহাব খান সর্বশেষ ১৩ বছর বয়সে শেষবারের মত চুল কেটেছিলেন। এরপর থেকেই চুল লম্বা করার যাত্রা শুরু হয় তার। আঠারো বছরের চেষ্টায় তার চুলের দৈর্ঘ্য দাঁড়ায় প্রায় ১৯০ সেন্টিমিটার বা ৬ ফুট ৩ ইঞ্চিতে। এ কারণে সবচেয়ে লম্বা চুলের স্কোয়াশ খেলোয়াড় হিসেবেও পরিচিত ছিলেন তিনি।

জাহাব বলেন, নিয়মিত পরিচর্যা ও আমার দাদির তৈরি এক বিশেষ তেল ব্যবহার করাতেই চুল লম্বা ও মজবুত হয়েছে।

তবে গত ২৬ আগস্ট এক মহান উদ্দেশে নাপিতের শরণাপন্ন হন জাহাব। এ সময় তার মাথা থেকে ১৫৫ সেন্টিমিটার চুল কেটে ফেলা হয়। কেটে ফেলা এসব চুল শিশুদের কল্যাণে দান করেন জাহাব।

জানা গেছে ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে চুল হারানো শিশুদের মাথায় বিনামূল্যে প্রতিস্থাপন করা হবে জাহাবের চুল।

মহৎ এ কাজ করে ইতোমধ্যেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠিয়ে ফেলেছেন জাহাব। গত মঙ্গলবার গিনেস কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জাহাবের রেকর্ডের বিষয়টি আনুষ্ঠানিকভাবে উল্লেখ করেছে। এতে বলা হয়েছে, জাহাবের আগে আর কেউ এত লম্বা চুল দান করেননি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply