ব্রিটেনে ধর্ষণের দায়ে পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন কারাদণ্ড

|

ছবি: সংগৃহীত।

সারা এভারার্ড নামে ব্রিটেনের এক তরুণীকে অপহরণ, ধর্ষণ এবং হত্যার জন্য পুলিশ কর্মকর্তা ওয়েন কুজেন্সের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

২০২১ সালের ৩ মার্চ দক্ষিণ প্রাক্তন মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তা লন্ডনের রাস্তায় ৩৩ বছর বয়সী এভারার্ডকে প্রলোভন দেখিয়ে পুলিশি ক্ষমতার অপব্যবহার করে অপহরণ করেন। এবং পরবর্তীতে তাকে ধর্ষণ ও খুন করে।

পরে তিনি অপরাধ গোপন করার উদ্দেশে এভারার্ড এর দেহ পুড়িয়ে দেন। এভারার্ড পরিবার জানায়, শেষবারের মতো তাদের প্রিয়জনকে দেখার এবং বিদায় জানানোর সুযোগ তারা পায়নি।

লর্ড জাস্টিস ফুলফোর্ড দুই দিনের শুনানিতে এভারার্ডের হত্যার ভয়াবহ বিবরণ শোনেন। এরপর বিচারক একটি ন্যূনতম মেয়াদ নির্ধারণ করে কোজেন্সকে ৩০ বছরের কারাদণ্ড দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply