দুর্ঘটনার যথাযথ তদন্তের আশ্বাস নেপাল সরকারের

|

নেপালের ত্রিভূবন বিমান বন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্স এর বিমান দুর্ঘটনার যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি অলি শর্মা। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

শর্মা জানান, আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার। বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনায় গোটা নেপালেই শোকের ছায়া বিরাজ করছে। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে কাজও করছে নেপাল। গতরাতেই কাঠমান্ডু পৌঁছেছে বাংলাদেশের প্রতিনিধি দল।

এদিকে, ত্রিভূবন বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, কন্ট্রোল রুমের নির্দেশনা মেনে ল্যান্ড করেনি ‘বোম্বারডিয়ার ড্যাশ-কিউফোর জিরো জিরো’ মডেলের বিমানটি। রানওয়ের উত্তর পাশ দিয়ে ল্যান্ড করার নির্দেশনা দেয়া হলেও বিমানটি আকাশেই উড়তে থাকে এবং যখন চুড়ান্ত ভাবে দক্ষিণ পাশের রানওয়ে স্পর্শ করে তখন সেটির অবস্থান ঠিক ছিলো না। এরআগে ইউএস বাংলা কর্তৃপক্ষ অভিযোগ করে, কন্ট্রোল টাওয়ারের বিভ্রান্তিকর নির্দেশনার কারণে এই দুঘটনা ঘটতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply