রোহিঙ্গা ইস্যুতে সরকার বিবেকহীন: রিজভী

|

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন নিয়ে বিশ্ব নেতৃত্ব সোচ্চার হলেও, বাংলাদেশ সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। যা সরকারের বিবেকহীন আচরণ বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নয়া পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সরকারকে দ্রুত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। বলেন, সরকার আবারও বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা করছে, যা নজিরবিহীন ও গণবিরোধী। গত দেড় বছরে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ৮০ শতাংশ কমলেও দেশে দাম কমানো হয়নি বলেও মন্তব্য করেন রিজভী। বলেন, সরকারের লুটপাটের ফলে দেশে বিনিয়োগকারীরা আসছে না, যা অর্থনীতির জন্য হুমকি।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply