খার্তুমে আইএস বিরোধী অভিযানে নিহত ৫ নিরাপত্তা কর্মকর্তা

|

গোয়েন্দা কর্মকর্তা নিহতের পর নিরাপত্তা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

সুদানের রাজধানী খার্তুমে আইএস বিরোধী অভিযান চলাকালে প্রাণ হারিয়েছেন ৫ নিরাপত্তা কর্মকর্তা। গতকাল মঙ্গলবার চালানো হয় সাঁড়াশি অভিযান। যদিও আইএস খার্তুমের এ হত্যাকাণ্ডে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে।

সুদানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, গোপন তথ্য অনুসারে রাজধানী খার্তুমের একটি আবাসিক এলাকার দোতলা ভবন ঘেরাও করে গোয়েন্দা বাহিনীর সদস্যরা। এসময়, বোমা বিস্ফোরণের হুমকি দেয় ঐ ভবনের ভেতরে আটকা পড়া জঙ্গিরা। কথা কাটাকাটির এক পর্যায়ে শুরু হয় গোলাগুলি। এসময় উভয়পক্ষের গোলাগুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই গোয়েন্দা কর্মকর্তা; আর বাকি নিহতরা নন-কমিশনড অফিসার বলে জানা গেছে।

ওই অভিযানে ১১ আইএস সদস্যকে পাকড়াও করতে সক্ষম হন সুদানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ ১১ আইএস সদস্যের সবাই বিভিন্ন দেশের নাগরিক, যারা আইএসের জিহাদের আহবানে যোগ দিয়েছেন এ জঙ্গি সংগঠনে।

অবশ্য, সেখানে অবস্থানরত ৪ চরমপন্থী পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের সন্ধানে চলছে তল্লাশি।

উল্লেখ্য, ২০১৯ সালেই সুদানে আইএসের শক্ত অবস্থানের কথা জানান দেয় যুক্তরাষ্ট্র।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply