করোনা ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানানোয় ৬০০ কর্মীকে বরখাস্ত

|

ছবি: সংগৃহীত।

করোনা ভ্যাকসিন নিতে ব্যর্থ হওয়ায় ৬০০ জনকে বরখাস্ত করেছে মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স।

আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, বিবৃতিতে কোম্পানিটি জানায়, আমরা নিশ্চিত করছি যে, করোনাভাইরাস প্রতিরোধে টিকা নেয়ার ব্যাপারে আমাদের যে প্রাতিষ্ঠানিক বাধ্যবাধকতা রয়েছে, সেটি মানতে রাজি নন আমাদের ৫৯৩ জন কর্মী। এজন্য তাদেরকে কোম্পানি থেকে ছাটাই করার প্রক্রিয়া শুরু করেছি।

আগস্টের শুরুতে প্রথম এয়ারলাইন্স হিসেবে অভ্যন্তরীণ সব কর্মীকে করোনার টিকা নেয়ার জন্য বলে ইউনাইটেড এয়ারলাইন্স। গত সোমবার (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত নেয়ার প্রমাণ দেয়ার কথা ছিল কর্মীদের। এরপর টিকা নিতে অস্বীকৃতি জানানো ৫৯৩ জনকে বরখাস্ত করা হয়।

বিবৃতির সাথে যুক্ত থাকা একটি মেমোর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মার্কিন ওই বিমান সংস্থায় কর্মরত মোট কর্মীর তুলনায় ছাটাই হতে যাওয়া কর্মীদের সংখ্যা এক শতাংশেরও কম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply