হবিগঞ্জে পাচারকালে ভিজিডির ৩৩ বস্তা চাল জব্দ, আটক ১

|

পাচারকালে ভিজিডির ৩৩ বস্তা চাল জব্দ।

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচী ভিজিডি’র চাল পাচারকালে এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ৩৩ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের মাছুলিয়া পূর্বপাড় থেকে পাচারকারীকে আটক ও চালগুলো জব্দ করা হয়। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও র‌্যাব-৯ যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।

র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের সিনিয়র এএসপি কামরুজ্জামান জানান, বুধবার সকাল থেকে তেঘরিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের উপকারভোগীদের মধ্যে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচী ভিজিডি’র চাল বিতরণ করা হচ্ছিল। এ সময় কিছু চাল পাচার করে দেয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও র‌্যাব। এ সময় হাতেনাতে এক পাচারকারীকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩৩ বস্তা সরকারি চাল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply