এবার ঢাকার বাইরেও হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

|

এই প্রথম ঢাকার বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পহেলা অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে এই কার্যক্রম।

আগামী ১ অক্টোবর ‘ক ইউনিটের’ পরীক্ষার মাধ্যমে এই ভর্তিযুদ্ধ শুরু হবে। এবার ঢাকার বাইরেও ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ৭ হাজার ১৪৮ আসনের বিপরীতে ৩ লাখ ২৪ হাজার ৩৪০ শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেবে। পরীক্ষার সময় সকাল ১১ টা।

ভর্তি পরীক্ষার সময়সূচীও জানিয়ে দেয়া হয়েছে, ১ অক্টোবর বিজ্ঞান অনুষদ (ক ইউনিট), ২ অক্টোবর কলা অনুষদ (খ ইউনিট), ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদ (গ ইউনিট) এবং ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান (ঘ ইউনিট) পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ চারুকলা অনুষদের পরীক্ষা (চ ইউনিট সাধারণ) ৯ অক্টোবর হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply