দুই ম্যাচ পর ফিরছেন মেসি

|

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মেসির খেলা নিয়ে শঙ্কা থাকলেও পিএসজি সমর্থকদের জন্য সুখবর। পিএসজি কোচ মাওরোসিও পচেত্তিনো শুরুর একাদশে রেখেছেন মেসিকে।

ইউসিএলে গ্রুপ ‘সি’ এর হাইভোল্টেজ ম্যাচে আজ রাত একটায় মুখোমুখি হবে দুই জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই ও ম্যানচেস্টার সিটি। চোট কাটিয়ে দুই ম্যাচ পর মাঠে ফিরছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

ম্যাচের নেইমার-এমবাপ্পের দ্বন্দের খবর চাউড় হয়েছে গণমাধ্যমে। এমন পরিস্থিতিতেই ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচে মুখোমুখি হচ্ছে দলদুটি। ইনজুরিতে গত দুই ম্যাচ মিস করলেও সিটির বিপক্ষে মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত লিওনেল মেসি। তবে নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচ মিস করবেন আরেক আর্জেন্টাইন আনহেল ডি মারিয়া।

অন্যদিকে, ম্যানসিটি আছে বেশ ভালো ছন্দে। সেই সাথে পিএসজির সাথে তাদের রেকর্ডটাও দুর্দান্ত। দুই দলের ৫ দেখায় সিটি জিতেছে তিন ম্যাচ আর ড্র করেছে দুই ম্যাচ। অর্থাৎ, পিএসজির কাছে হারেনি গার্দিওলার দল। প্যারিসের ক্লাবটির বিপক্ষে মাঠে নামার আগে অবশ্য ইনজুরির কারনে ইলকাই গন্ডোয়ানের সার্ভিস পাচ্ছে না সিটিজেনরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply