এবার বিস্ফোরিত হলো ওয়ানপ্লাসের চার্জার

|

ছবি: সংগৃহীত

মাত্র কয়েকমাস হলো বাজারে এসেছে ওয়ানপ্লাস নর্ড ২। কিছুদিন আগেই শোনা গিয়েছিল পকেটেই এই মডেলের ফোন বিস্ফোরণের খবর। এবার ওই মডেলের ফোন চার্জ দেয়ার সময় বিস্ফোরিত হলো চার্জার। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্মার্টফোনটির মালিক। অন্যদিকে, ওয়ানপ্লাস বলছে ভোল্টেজের সমস্যার কারণেই এই ঘটনা।

ফোনের মালিকের নাম জিমি জোশ। ভারতের কেরালা রাজ্যের ওই ব্যক্তি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। জিমি ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি ফোন ব্যবহার করেন।

টুইটারে এক পোস্টে জিমি লিখেন, প্রতিদিনের মতো গত রোববারও তিনি ফোনটি চার্জে দিয়েছিলেন। হঠাৎ শব্দ করে বিস্ফোরিত হয় ফোনের চার্জার। তবে ফোনের কোনো ক্ষতি হয়নি। টুইটারের পোস্টে ট্যাগ করেন ওয়ানপ্লাসকেও।

এ বিষয়ে ওয়ানপ্লাস সংস্থার পক্ষ থেকে সার্ভিস সেন্টারে যাওয়ার পরামর্শ দেয়া হয় ওই ব্যবহারকারীকে।

ওয়ানপ্লাস দাবি করে, ফোন বা চার্জারের সমস্যা নয়, ভোল্টেজ অথবা সকেটের কারণেই এই ঘটনা। তবে এটি বিস্ফোরণ নয়।

[আরও পড়ুন: ওয়ানপ্লাস নর্ড ২: সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত ফ্ল্যাগশিপ কিলার]

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) টুইটারে জিমি জানিয়েছেন, চার্জারটি পরীক্ষা করার পর সংস্থার পক্ষ থেকে তা বদলে দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। এবং কিছুক্ষণের মধ্যেই নতুন চার্জার পান জিম।

এ বিষয়ে ওয়ানপ্লাস জানায়, অভিযোগ পাওয়ার পরই ওই ব্যবহারকারীকে চার্জার বদলে দেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply