পরীমণির গাড়িসহ জব্দ করা আলামত ফেরত দেয়ার নির্দেশ

|

চিত্রনায়িকা পরীমণি। সংগৃহীত ছবি

চিত্রনায়িকা পরীমণির ব্যবহৃত গাড়ি, মোবাইল ও ল্যাপটপসহ জব্দ করা ১৬টি আলামত ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি পুলিশ দুটি জব্দ তালিকার মোট ১৬টি আলামত পরীমণিকে ফেরত দেয়ার সুপারিশসহ একটি প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, যদি পরীমণিকে তার জব্দ করা আলামত ফেরত দেয়া হয় সে ক্ষেত্রে মামলার তদন্তে কোনো বিঘ্ন ঘটবে না।

গত ১৫ সেপ্টেম্বর পরীমণির আইনজীবী জব্দ করা আলামত ফেরত চেয়ে আদালতে আবেদন করেন।

গত ৪ আগস্ট রাতে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‌্যাব। গ্রেফতারের পর তিন দফায় মোট সাত দিনের রিমান্ডে নেয়া হয় পরীমণিকে। রিমান্ড ও কারাগারে ২৭ দিন থাকার পর গত ৩১ আগস্ট জামিন পান পরীমণি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply