করোনায় উন্নয়ন সহযোগীরা যে পরিমাণ ছাড় দিয়েছে

|

করোনার মধ্যে টিকা সংগ্রহে বড় অঙ্কের অর্থ ছাড় পাওয়া ছাড়াও অন্যান্য খাতে এসেছে বিদেশি সহায়তা। এর ফলে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বিদেশি সহায়তায় ছাড় বেড়েছে ২০ শতাংশ পর্যন্ত। গত জুলাই ও আগস্টে ১১৪ কোটি ডলারের বিদেশ সহায়তা পাওয়া গেছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইআরডি বলছে, গত দুই মাসে উন্নয়ন সহযোগীদের ছাড় দেয়া অর্থে ঋণের পরিমাণ প্রায় ১১১ কোটি ডলার, আর বাকি তিন কোটি ডলারের মতো অনুদান।

তবে বিদেশি সহায়তার প্রতিশ্রুতি কমেছে। উন্নয়ন সহযোগীরা প্রায় সাত কোটি ডলারের নতুন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। গত অর্থবছরে একই সময়ে এটি ছিল প্রায় পাঁচগুণ।

গত মাসে করোনার টিকা সংগ্রহে এশীয় উন্নয়ন ব্যাংক ৪৫ কোটি ডলারের অর্থ ছাড় করেছে। আর এ জন্যই মোট বিদেশি অর্থ ছাড়ের পরিমাণ বেড়েছে এত বেশি হারে। গত দুই মাসে প্রায় ৩০ কোটি ডলারের বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply