ঢাবি শিক্ষার্থী অপু’র অপমৃত্যু নিয়ে যা বললো পুলিশ

|

পুলিশের লালবাগ বিভাগের ডিসি  জসিম উদ্দিন মোল্লা

রাজধানীর চাঁনখারপুলের একটি বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই শিক্ষার্থীর নাম মাসুদ আল মাহাদী অপু।

তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ২টার দিকে রুমের দরজা বন্ধ দেখে কয়েকজন দরজা ভাঙে। সেখানে ফ্যানের সাথে ঝুলন্ত অব্স্থায় অপুকে পায় তারা। পুলিশের ধারণা আত্মহত্যা করেছেন তিনি। মাসুদ আল মাহাদী অপু ডাকসু আন্দোলন, শিক্ষার্থী নিপীড়ন বিরোধী আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচির সংগঠক ছিলেন।

একজন প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, আমি অফিসে কাজ করছি এমন সময় ওর রুমমেট ফোন দিয়ে বললো, ভাই তাড়াতাড়ি চলে আসেন কোনো সমস্যা হয়েছে।  আমি গেলাম তাড়াতাড়ি, গিয়ে দরজার ফাঁকা দিয়ে দেখি গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলে আছে। 

পুলিশের লালবাগ বিভাগের ডিসি  জসিম উদ্দিন মোল্লা বলেন, সে বেঁচে আছে কিনা এটা কনফার্ম হওয়ার জন্য প্রত্যক্ষদর্শীরা দরজা ভেঙ্গে ঢুকেছে। ঢুকে যখন তারা বুঝতে পেরেছে যে সে আর বেঁচে নেই তখন তারা ৯৯৯ এ কল করেছে। এখন তদন্তের সময় বাকি তথ্য তদন্তের পর জানা যাবে।  


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply