সাঈদীর রায়: সহিংসতায় পুলিশ সদস্য হত্যা মামলার বিচার শুরু

|

প্রতীকী ছবি

যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে রায়ের প্রতিবাদে চট্টগ্রামের লোহাগড়ায় জামায়াতের নাশকতা ঠেকাতে গিয়ে প্রাণ হারানো পুলিশ সদস্য তারেক হত্যা মামলার বিচার কাজ শুরু হয়েছে আজ।

সোমবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক চৌধুরীর আদালতে এ বিচার কাজ শুরু হয়।

রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট আইয়ুব খান জানান, মামলায় জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী ও আ ন ম শামসুল ইসলাম, জামায়াতের দক্ষিণ জেলা আমির জাফর সাদেকসহ ৯৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালত তা আমলে নিয়ে বিচার কাজ শুরুর আদেশ দিয়েছেন।

মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলোওয়ার হোসেন সাঈদীকে মৃত্যুদণ্ড দেন। এর জের ধরে ওইদিন দক্ষিণ চট্টগ্রামে বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ব্যাপক নাশকতা চালায়।

লোহাগড়া উপজেলার জমির কমপ্লেক্স নামের একটি কমিউনিটি সেন্টার থেকে পুলিশ কনস্টেবল তারেকুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পরের বছর জানুয়ারি মাসে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেন। আগামী ৩ অক্টোবর মামলাটির সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছে আদালত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply