ঝিনাইদহে মুক্তিযুদ্ধকালীন মজুদকৃত ২শ’ ৪৮ রাউন্ড গুলি উদ্ধার

|

ঝিনাইদহে প্রয়াত এক মুক্তিযোদ্ধার বাড়ি থেকে প্রায় আড়াইশ' রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে গতরাতে এক প্রয়াত বীর মুক্তিযোদ্ধার বাড়ি থেকে প্রায় আড়াইশ’ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম জানান, পৌর এলাকার সলেমানপুর দাশ পাড়ার একটি বাড়ি থেকে ২শ’ ৪৮ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। প্রয়াত মুক্তিযোদ্ধা সামছুদ্দিনের বাড়ি থেকে এ গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রয়াত মুক্তিযোদ্ধার ছেলে উজ্জ্বল (৪০) কিছু দিন আগে নিজেদের জমিতে চাষাবাদ করতে গিয়ে মরিচা পড়া পরিত্যক্ত গুলি দেখতে পান। পরে সে গুলিগুলো নিজ বাড়িতে নিয়ে রাখে। শনিবার বিষয়টি সে থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ওই রাতেই তার বাড়ি থেকে ২শ’ ৪৮ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করে।

পুলিশের ধারণা মুক্তিযুদ্ধকালীন মুক্তিযোদ্ধারা ওই স্থানে গুলিগুলো মজুদ করে রেখেছিলেন। এখানে আরও আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ থাকতে পারে এমন আশংকায় র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে আসেন ও অনুসন্ধান চালান।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply