দু’বছর পর মুক্তি পেলেন খালিদা জারার

|

খালিদা জারার। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের রাজনীতিক খালিদা জারারকে মুক্তি দিলো ইসরায়েল। প্রায় দু’বছর কারাবন্দি রাখার পর, গত রোববার (২৬ সেপ্টেম্বর) বিকালে সালেম সীমান্ত-চৌকিতে তাকে ফেরত দেয়া হয়।

৫৮ বছরের বামপন্থী এই নেতা বর্তমানে নিষ্ক্রিয় প্যালেস্টাইন লেজিসলেটিভ কাউন্সিলের (পিএলসি) সদস্য। ২০১৯ সালের অক্টোবরে তাকে রামাল্লাহ’র নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আট মাস পর মুক্তি পেলেও বিনা বিচারে ২০ মাস প্রশাসনিক আদেশে বন্দি ছিলেন তিনি। ঐ সময়ে, তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সদস্য হওয়ার অভিযোগ আনে ইসরায়েলের সামরিক আদালত।

গত জুলাইয়ে, স্বাস্থ্য জটিলতায় মারা যায় জারারের কন্যা। সে সময় তার মুক্তির জন্য ব্যাপক চাপ প্রয়োগ করা হলেও তাতে সাড়া দেয়নি ইসরায়েল।

ফিলিস্তিনে ২০০৬ সালের নির্বাচনে পিএলসির সদস্য নির্বাচিত হন জারার। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে ফিলিস্তিনের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply