কুকুরের সার্ফিং প্রতিযোগিতা

|

সার্ফিং বোর্ডে কুকুর! দৃশ্যটি দেখেই অনেকে নড়েচড়ে বসতে পারেন। কিন্তু ক্যালিফোর্নিয়ার হান্টিংটন সৈকতে এ নিয়ে রীতিমতো হয়ে গেলো এক প্রতিযোগিতা। যেখানে পোষা প্রাণীদের নিয়ে হাজির হন মালিকরা। আর কুকুরের এই সার্ফিংয়ে সবাইকে পেছনে ফেলে পুরষ্কার জিতে নিয়েছে ‘ডার্বি’।

সার্ফিং সিটি-সার্ফিং ডগ নামের আয়োজনে অংশ নেয়া কুকুরগুলো কাড়ে সবার নজর। বোর্ড সামাল দেয়ার কৌশল, ঢেউ উপেক্ষা করে এগিয়ে যাওয়া অথবা সার্ফিংয়ের কসরত সবই মুগ্ধ করে দর্শণার্থীদের।

প্রিতযোগিতায় অংশ নেয়া একটি কুকুরের মালিক জানালেন, তার কুকুর চার্লি খুবই এক্সাইটেড। সার্ফিং করতে নাকি ও সবচেয়ে পছন্দ করে। আসার সময় সার্ফিং বোর্ড দেখা মাত্রই ও ডাকাডাকি শুরু করে দিয়েছিল বলেও জানালেন তিনি।

দীর্ঘদিনের প্রশিক্ষণে কুকুরগুলো রপ্ত করেছে সার্ফিংয়ের খুটিনাটি। সংশ্লিষ্ট প্রশাসনের ছাড়পত্র মিললেই পোষা প্রাণীগুলো পায় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ। তবে অনেকে তো বলছেন, কুকুরগুলো মানুষের চেয়েও ভালো ক্রীড়াবিদ। শুধু তাদেরকে ঠিকমত প্রশিক্ষণ করাতে হবে।

ডগ সার্ফং প্রতিযোগিতার দ্বাদশ আয়োজন এটি। এবারের অংশ নিয়েছে ৪০টি কুকুর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply