আইএসের রিংলিডার খোরাসানিকে হত্যার দাবি তালেবানের

|

ছবি: সংগৃহীত।

আফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) রিংলিডার আবু ওমর খোরাসানি নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান।

তালেবান কর্মকর্তারা শনিবার ( ২৫ সেপ্টেম্বর) জানিয়েছেন, জঙ্গি গোষ্ঠী আইএসের রিংলিডার আবু ওমর খোরাসানি আফগানিস্তানে নিহত হয়েছেন। তবে কবে, কোথায় ও কীভাবে নিহত হয়েছেন সে সম্পর্কে কিছুই বলেননি তারা।  

কথিত ইসলামি খেলাফত প্রতিষ্ঠার জন্য সিরিয়া ও ইরাকসহ বিভিন্ন দেশে যুদ্ধপরাধ চালিয়ে আসছে আইএস। তালেবানের বিরুদ্ধেও তারা রক্তক্ষয়ী হামলায় লিপ্ত। আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে রাজধানী কাবুল ও নানগারহারে আইএসের সন্ত্রাসী হামলা বেড়েছে।  

উল্লেখ্য, ১৫ আগস্ট তালেবান বাহিনী আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর পরস্পরবিরোধী প্রতিবেদনে বলা হয়, খোরাসানিকে অন্যান্য হাজার হাজার বন্দীর সাথে ছেড়ে দেয়া হয়েছিল অথবা তালেবানরা তাকে হত্যা করেছে।

অবশেষে তালেবান সকল সংশয় দূর করে আজ বলেছে, খোরাসানিকে গুলি করে হত্যা করা হয়েছে।

তালেবান আরও বলেছে, আফগানিস্তান থেকে এই গোষ্ঠীকে দ্রুত নির্মূল করা হবে। 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply