আফগানিস্তানের সাথে ফের বিমান চালুর চুক্তি পাকিস্তানের

|

ছবি: সংগৃহীত।

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) আগামী সপ্তাহে ইসলামাবাদ থেকে কাবুল ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

পিআইএর একজন মুখপাত্র শনিবার (২৭ সেপ্টেম্বর) এএফপিকে বলেন, গত মাসে তালেবানরা ক্ষমতা দখলের পর এটিই প্রথম বিদেশী বাণিজ্যিক পরিষেবা।

সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের বৃহত্তম বেসরকারি বিমান পরিবহন সংস্থা কাম এয়ারলাইন্সকে ইসলামাবাদে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে।

তালেবান সরকার দুটি বেসরকারি বিমান সংস্থাকে ফ্লাইট পরিচালনার সুযোগ দিতে পাকিস্তানকে অনুরোধ করেছিল। আরেকটি সংস্থা হচ্ছে আরিয়ানা এয়ারলাইন্স। আরিয়ানা এখনো তাদের ফ্লাইটের ব্যাপারে কিছু জানায়নি।

আফগান বেসামরিক বিমান চলাচল সংস্থার পাঠানো চিঠির উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, সমঝোতা স্মারকে দুদেশের মধ্যে বেসরকারি এয়ারলাইনের পাশপাশি সরকারী বিমানও চলাচলের কথাও বলা হয়েছে। আফগান কর্মকর্তারা জানান, কাবুল বিমানবন্দর চালুর ৯০ ভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, গত ২২ আগস্ট পাকিস্তান সাময়িকভাবে আফগানিস্তানের সাথে বিমান চলাচল স্থগিত করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply