রোহিঙ্গা সন্ত্রাসীদের হাত থেকে তিন বাংলাদেশি শ্রমিক উদ্ধার

|

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অপহৃত ৩ বাংলাদেশি নির্মাণ শ্রমিককে উদ্ধার করেছে র‍্যাব।

আজ রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ৩ বাংলাদেশি নির্মাণ শ্রমিককে উদ্ধারের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে র‍্যাব-১৫। তারা জানায়, নির্মাণ কাজ দেয়ার কথা বলে টেকনাফের হ্নীলা এলাকায় ডেকে এনে গত ২৪ সেপ্টেম্বর বিকেলে এই ৩ বাংলাদেশিকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয় তাদের কাছ থেকে। টাকা দিতে ব্যর্থ হলে তাদের মেরে ফেলারও হুমকিও দেয়া হয়।

অপহৃত আজিজুল ইসলামের ভাই র‍্যাবকে অপহরণের বিষয়টি জানালে অভিযান শুরু করে তারা। রোববার সকাল পর্যন্ত পাহাড়ে অভিযান চালায় র‍্যাব। তাদের উপস্থিতি টের পেয়ে আস্তানা ছেড়ে পালিয়ে যায় পুতিয়া গ্রুপের নেতা পুতিয়াসহ অন্তত ১৮ রোহিঙ্গা সন্ত্রাসী। অপহরণকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় র‍্যাব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply